পুরোনো রাস্তা কেটে পুকুর, এলাকাবাসীর দুর্ভোগ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ছোট মালিঝিকান্দা গ্রামে ৪০ বছরের একটি পুরোনো রাস্তা কেটে পুকুর খনন করার অভিযোগ পাওয়া গেছে। এর ফলে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে ওই এলাকার হাজারো মানুষের।
এলাকাবাসীর অভিযোগ, শ্রীবর্দী উপজেলার প্রভাবশালী এক ব্যক্তি ছামিউল হক সানা (৫০) কোনো নিয়ম না মেনে হঠাৎ করে ওই রাস্তা কেটে পু্কুর নির্মাণ করে। এতে এলাকাবাসী বাধা দিলে উল্টো হামলা-মামলার হুমকি দেখান তিনি।
সরজমিনে দেখা গেছে, ছোট মালিঝিকান্দার ওই রাস্তাটির এক পার্শ্বে ঝিনাইগাতী উপজেলা অপর পাশে শ্রীবর্দী। তাই এ বিষয়ে সঠিক মীমাংসায় পৌঁছাতে কষ্ট পোহাতে হচ্ছে এলাকাবাসীর।
স্থানীয় সামিউল হক ঢাকা পোস্টকে বলেন, এই রাস্তাটি আমরা বাপ-দাদার আমল থেকে দেখে আসছি। মালিঝিকান্দা গ্রামের প্রায় ২৫০ থেকে ৩০০ পরিবারের মানুষ তাদের দৈনন্দিন কাজের জন্য এ রাস্তা ব্যবহার করে। হঠাৎ এমন কী প্রয়োজন হল হলো যে, ছানা মিয়া এলাকাবাসীকে না জানিয়ে রাস্তা কেটে পুকুর খনন করে ফেললেন।
আরেক এলাকাবাসী পলাশ মিয়া ঢাকা পোস্টকে জানান, এই রাস্তা দিয়ে কৃষক তার পণ্য বাজারে বিক্রি করতে যান, মাদরাসার ছাত্র-ছাত্রীরা পড়তে যায়, কোনো মূমুর্ষ রোগী থাকলে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাজার মানুষের চলাচলের রাস্তা বন্ধ হওয়ায় আমরা অবরুদ্ধ ছিলাম। পরে কোনো উপায় না দেখে উদ্যেগী হয়ে নিজেরাই রাস্তা নির্মাণ করি।
স্থানীয় আব্দুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমরা ঝগড়া বিবাদে জড়াতে চাই না। ছানা মিয়া প্রভাবশালী হওয়ায় বিভিন্ন সময় আমাদের হুমকি দেন। পুরোনো এই রাস্তাটি যেন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান ওয়ারেছ আলী নাঈম ঢাকা পোস্টকে বলেন, আমি ইতোমধ্যে শ্রীবর্দী উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলামের সঙ্গে মুঠোফোনে কথা বলেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন দ্রুত সময়ের মধ্যে উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টি মীমাংসা করা হবে।
শ্রীবর্দী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুখলেছুর রহমান জানান, বিষয়টি যেহেতু ঝিনাইগাতী ও শ্রীবর্দী উপজেলার। তাই ২ উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা ও পুলিশের সমন্বয়ে রাস্তাটির বিষয়ে সঠিক সুরাহা করা হবে।
জাহিদুল খান সৌরভ/এমএসআর