ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ মোহাম্মদ শাহজাহান উদ্দিনের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) সকালে উপজেলার আঠারো বেকীর সংলগ্ন মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড।
মোহাম্মদ শাহজাহান উদ্দিন হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের খিরদিয়া গ্রামের মৃত মো. মোস্তাফিজুর রহমানের ছেলে।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ আগস্ট) ছোট যাত্রীবাহী ট্রলার ৩৫ জন লোক নিয়ে চরআতাউর থেকে কোরালিয়ার উদ্দেশ্যে রওয়ানা করে। পরে নদীর মাঝখানে এলে বোটটি ঢেউয়ের ধাক্কায় ডুবে যায়। এসময় বোটে থাকা ৩৫ জনের মধ্যে ৩৪ জনকে পাশে থাকা অন্য বোটের সহায়তায় উদ্ধার করা হলেও শাহজাহানকে খুঁজে পাওয়া যায়নি। শনিবার সকালে বিসিজি স্টেশান হাতিয়ার পিও প্রবীর কুমার রায়ের নেতৃত্বে ৫ সদস্যের একটি দল অভিযান পরিচালনা করে নিখোঁজ শাহজাহান উদ্দিনের মরদেহ উদ্ধার করে।
বিসিজি স্টেশান হাতিয়ার পিও প্রবীর কুমার রায় মরদেহ উদ্ধারের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে তমরুদ্দি পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।
হাসিব আল আমিন/আরকে