ফেনীতে শোকসভা শেষে ছাত্রলীগের দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

ফেনীতে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে শহরের কিং অব কমিউনিটি সেন্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত শোকসভা শেষে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে ফেনী পৌর ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে পাগলা মিয়া সড়কের মাথায় কিং অব কমিউনিটি সেন্টারে শোকসভার আয়োজন করা হয়। সভা শেষে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হঠাৎ ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় ছাত্রলীগের একটি গ্রুপ অপর গ্রুপকে ধাওয়া দিয়ে নাজির রোড পর্যন্ত নিয়ে যায়। এতে ছাত্রলীগ কর্মী নয়ন, রবিন, পারভেজ এবং রায়হানসহ অন্তত ১০ জন আহত হয়। এ ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মোয়াজ্জেম হোসেন নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, হঠাৎ শান্ত ফেনী শহরকে অশান্ত করে তুলেছে তারা। সড়কে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় কয়েকজন পথচারীও আহত হয়েছেন।
ফেনী জেনারেল হাসপাতাল সূত্র জানায়, সন্ধ্যার পর সাতজন কিশোর-তরুণ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তবে তাদের কেউ গুরুতর আহত ছিল না।
জেলা ছাত্রলীগের সহ সম্পাদক আমির হোসেন ঢাকা পোস্টকে বলেন, তারা কোনো রাজনৈতিক দলের কর্মী নয়। ছাত্রলীগের অনুষ্ঠানস্থলের সামনে অবস্থানকালে তাদের নিজেদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেনি।
এ প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহম্মদ তপু বলেন, দুই পক্ষের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। সেটি আমরা পৌরসভায় বসে মীমাংসা করে দিয়েছি।
/এসএসএইচ/