পাটুরিয়ায় ফেরি ও লঞ্চ চলাচল শুরু

বৈরী আবহাওয়ার কারণে পৌনে ২ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বোরবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে।
লঞ্চ চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করে পাটুরিয়া লঞ্চঘাটের ম্যানেজার পান্না লাল নন্দি ঢাকা পোস্টকে বলেন, ঝড়ের কারণে দুর্ঘটনা এড়াতে পৌনে ২ ঘণ্টা বন্ধ থাকার পরে পুনরায় লঞ্চ চলাচল শুরু করা হয়েছে। যাত্রীদের পারাপারে ৩৪টি লঞ্চ এ নৌপথে চলাচল করছে বলে জানান তিনি।
এদিকে, বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ডিজিএম মো. জিল্লুর রহমান ঢাকা পোস্টকে বলেন, বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। পরে আবহাওয়া ভালো হওয়ায় আবারও নৌপথে ফেরি চলাচল শুরু করা হয়েছে। যাত্রী ও যানবাহন পারাপারে এ নৌরুটে ১৭টি ফেরির মধ্যে ১৬টি ফেরি চলাচল করছে। শাহ আলী নামের বড় ফেরিটি বিকল হয়ে ভাসমান কারখানা মধুমতিতে মেরামতে রয়েছে। সর্বশেষ পাটুরিয়া ফেরিঘাট এলাকায় তিন শতাধিক যানবাহন নৌপথ পারাপারের অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।
সোহেল হোসেন/এমএএস