কুমার নদে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ফরিদপুরের কুমার নদে গোসল করতে নেমে ছিয়াম মণ্ডল (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের ভাসানচর গ্রামে এ ঘটনা ঘটে।
ছিয়াম মণ্ডল ভাষাণচর গ্রামের বাসিন্দা দিনমজুর মোশাররফ মণ্ডলের ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিয়াম। ছিয়াম এলাকার ভাষাণচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী বলেন, দুপুর ৩টার দিকে ছিয়ামসহ কয়েকজন শিশু বাড়ির সামনে কুমার নদে গোসল করতে নামে। পরে এক পর্যায়ে ছিয়াম নদের পানিতে তলিয়ে যায়। পরে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি দল নদে তল্লাশি চালিয়ে মৃত অবস্থায় ছিয়ামকে উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন ম্যানেজার সুভাস বাড়ই বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল বিকেল ৪টার দিকে নদে তল্লাশি শুরু করে। এক পর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে ছিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।
জহির হোসেন/এসকেডি