কাদের মির্জার ‘নাম’ ব্যবহার করে যুবকের প্রতারণা

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জার নাম ব্যবহার করে এক যুবক প্রতারণা করে আসছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে নিজের ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে কাদের মির্জা নিজেই এ অভিযোগ করেন। ওই যুবকের নাম আবদুল্লাহ আল মাসুম বিজয়।
স্ট্যাটাসে কাদের মির্জা লিখেন, 'আবদুল্লাহ আল মাসুম বিজয় নামের এই ছেলেটি বিভিন্ন জায়গায় আমার নাম বিক্রি করে নানান সুবিধা নেওয়ার চেষ্টা করে আসছে। সে একজন প্রতারক তার সাথে আমার কোন প্রকার যোগাযোগ নেই, কখনো ছিল না।
এই প্রতারককে যেখানে পাবেন ধরে বেঁধে রেখে আইনের সোপর্দ করবেন। এছাড়াও আমার নাম বিক্রি করে এরকম কোন প্রতারক যদি কোন অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করে তাদেরও ধরে আইনের সোপর্দ করবেন'।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে কাদের মির্জা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিভিন্ন স্থান থেকে অভিযোগ এসেছে আমার নামে এই যুবক বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করছে। যার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। বিষয়টি আমার জন্য লজ্জার এবং বিব্রতকর। যেখানে আমার পরিচয় দেবে আমি সংশ্লিষ্টদের আইনিপদক্ষেপ গ্রহণের অনুরোধ করব।
প্রসঙ্গত, কাদের মির্জা কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছেন। ‘অপরাজনীতি ও দুর্নীতির বিরুদ্ধে সত্য বচনের’ কারণে তিনি জাতীয়ভাবে বেশ আলোচিত।
হাসিব আল আমিন/আরকে