বিছানায় পড়ে ছিল পুলিশ কনস্টেবলের মায়ের রক্তাক্ত মরদেহ

খুলনায় অনিমা দাস (৬৩) নামে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মহানগরীর পশ্চিম টুটপাড়া ফরিদ মোল্লার মোড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত অনিমা দাস বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা গ্রামের মৃত সুধাংশু দাসের স্ত্রী। খুলনার সোনাডাঙ্গা থানা পুলিশের কনস্টেবল সুভেন্দু দাস তাদের ছেলে।
খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন জানান, সুভেন্দুর মা অনিমা দাস তার আট বছরের নাতি তীর্থকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। সকালে সুভেন্দুকে তার বোন মোবাইল ফোনে কল করে জানান, তার মা কল রিসিভ করছেন না। পরে তিনি ওই বাড়িতে গিয়ে বিছানায় মায়ের মরদেহ দেখতে পান।
ওসি জানান, বিছানায় পড়ে থাকা মরেদেহের নাক-মুখ রক্তাক্ত ছিল। এছাড়া তার গলা ও কানের স্বর্ণালংকার এবং আলমারিতে থাকা গহনা পাওয়া যায়নি। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মোহাম্মদ মিলন/আরএআর