দেশের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই : মহিউদ্দীন খান আলমগীর

চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য মহিউদ্দিন খান আলমগীর বলেছেন, শিক্ষার মাধ্যমেই পরিবর্তন সম্ভব এবং সেই পরিবর্তনের মাধ্যমেই স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব হবে। শিক্ষার আলোয় আলোকিত হয়ে এ দেশকে এগিয়ে নিতে হবে। আওয়ামী লীগ সরকার শিক্ষার প্রসার ও জনগণকে শতভাগ শিক্ষার আওতায় নিয়ে আসার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুরের কচুয়ার প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মহিউদ্দিন খান আলমগীর বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। তাই আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে সমর্থন দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করবেন। আওয়ামী লীগের উন্নয়ন দেখে রাজাকারের লালন-পালনকারীরা দেশকে ধ্বংস করার পাঁয়তারা করছে। তাই এদের প্রতিহত করতে হবে। বিএনপি-জামায়াত গোষ্ঠী আওয়ামী লীগকে নিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জাতীয় সংসদ নির্বাচন খুব সন্নিকটে। দলের বিজয় নিশ্চিত করতে সবাইকে আওয়ামী লীগের উন্নয়নের কথা জনগণের কাছে পৌঁছে দিতে হবে।
সভায় কচুয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিবাশ চন্দ্র গোপ প্রমুখ উপস্থিত ছিলেন।
আনোয়ারুল হক/আরএআর