কুমিল্লায় হারল্যান স্টোর উদ্বোধন করলেন অপু বিশ্বাস

কসমেটিকস জগতকে আরও প্রসিদ্ধ করতে দেশের মফস্বল এলাকাগুলোতে হারল্যান নিউইয়র্ক স্টোর চালু করা হচ্ছে। এরই অংশ হিসেবে কুমিল্লায় হারল্যান স্টোর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে জেলার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বাজারে হারল্যান স্টোরের উদ্বোধন করেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন হারল্যান নিউইয়র্ক কোম্পানিগঞ্জ শাখার পরিচালক চাপিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মুসা আল কবির, নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল খায়েরসহ হারল্যান স্টোর নিউইয়র্ক-এর অন্যান্য কর্মকর্তারা।
উদ্বোধনের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এসময় তিনি বলেন, হারল্যান স্টোর আন্তর্জাতিকমানের খ্যাতনামা সব কসমেটিক্স ও প্রসাধনী পণ্য প্রাপ্তি নিশ্চিত করছে। কসমেটিক ব্যবহারকারীদের কাছে অথেনটিক প্রোডাক্ট প্রাপ্তির জন্য এই হারল্যান স্টোর এখন নির্ভরতার প্রতীক। আমি বিশ্বাস করি ক্রেতারা এখান থেকে কোনো পণ্য কিনে প্রতারিত হবেন না। তাছাড়া প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিশ্চিত হওয়ায় হাতের নাগালে মিলবে হারল্যান, নিওর, সিওডিল এবং রেইজ ও স্কিনের অন্যান্য প্রোডাক্টগুলো।
হারল্যান সংশ্লিষ্টরা জানান, মানসম্মত অথেনটিক কসমেটিকস পণ্য দেশের সবার কাছে পৌঁছে দিতেই নতুন করে এসব ‘হারল্যান স্টোর’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। দেশজুড়ে প্রতিটি জেলা ও উপজেলাভিত্তিক এসব স্টোর সৌন্দর্যপ্রিয় ত্বক সচেতন মানুষের চাহিদা পূরণ করবে। এছাড়া উদ্বোধন উপলক্ষ্যে এসব স্টোরে মাসব্যাপী চলবে ৩০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়। এসব স্টোরে রয়েছে একদম ফ্রি-তে স্কিন অ্যানালাইজার মেশিন ব্যবহারের সুযোগ। যার মাধ্যমে ভোক্তারা তাদের ত্বকের জন্য কোনো ধরনের কসমেটিক্স প্রয়োজন সহজেই তা জানতে পারবেন।
ভোক্তাদের চাহিদার কথা মাথায় রেখে যুগের সঙ্গে তাল মিলিয়ে হারল্যান তাদের প্রোডাক্ট লাইনআপ করেছে আধুনিক ও ট্রেন্ডি। প্রিমিয়াম প্যাকেজিং আর কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে এই ব্র্যান্ড তার লাইনআপে রেখেছে প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, লিপস্টিক, জেল আইলাইনার, মাসকারা ও নেইল পলিশের মতো সাজসজ্জার নানা রকম অনুষঙ্গ। যার সবকটি পাওয়া যাবে হারল্যান-নিউইয়র্ক স্টোরে।
হারল্যান ছাড়াও বিশ্বখ্যাত জনপ্রিয় ব্র্যান্ড শিওর, সিওডিল, রেইজ-ও-স্কিন এবং লিলির অরিজিনাল কসমেটিকস পণ্য পাওয়া যাবে এসব স্টোরে। রয়েছে রেইজ ও স্কিন’র শাওয়ার জেল, বস্তি জেলি, স্ক্রাব, লোশন ইত্যাদি। পাওয়া যা ‘লিলি’ ব্র্যান্ডের হানি, লেমন, কিউ কাম্বার ও অ্যালোভেরা ফ্লেভারের ফেসওয়াশ। শুধু তাই নয় এই স্টোরে চশমা, লেন্স বা আইল্যাসের মতো কসমেটিকস সংশ্লিষ্ট ফ্যাশন পণ্য যুক্ত করা হবে।
আরিফ আজগর/জেডএস