খেলা শেষে বাড়ি ফেরার পথে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ৯

ফেনীর সোনাগাজীতে ৫০তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে বাড়ি ফেরার পথে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলের দিকে উপজেলার বিষ্ণপুর উচ্চ বিদ্যালয় মাঠে কিছু দুর্বৃত্তের হামলায় ৯ জন আহত হয়েছেন।
বক্তারমুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলম ঢাকা পোস্টকে বলেন, গত ৯ সেপ্টেম্বর প্রতিযোগিতা শুরুর দিন মঙ্গলকান্দি ইউনিয়ন ও বিষ্ণপুর উভয় এলাকার কিছু দর্শকের মধ্যে ঝামেলা হয়। পরবর্তীতে মঙ্গলবার ফাইনাল খেলা শেষে বক্তারমুন্সী উচ্চ বিদ্যালয় ২-০ গোল ব্যবধানে পরাজিত হয়ে টুর্নামেন্টের রানারআপ হয়ে বাড়ি ফিরছিল। মাঠ থেকে বের হওয়ার পরই ওই এলাকার কিছু ছেলে খেলোয়াড় ও বিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলা চালায়। এসময় তারা বেধড়ক পিটিয়ে বিদ্যালয়ের ৭ জন খেলোয়াড় এবং হাসান তারেক ও মো. রাশেদ নামের দুই সহকারী শিক্ষককে আহত করে।
প্রধান শিক্ষক বলেন, আহতদের উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি নেওয়া হয়।
এদিকে এটি পরিকল্পিত হামলা বলে দাবি করেন মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল।
ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল বলেন, এই ঘটনায় উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বিষ্ণুপুরের প্রধান শিক্ষক দায় এড়াতে পারেন না। অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কায় গত ৩ দিন আগে উপজেলা শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষককে সচেতন করে অবহিত করা হলেও কোনো পদক্ষেপ নেননি তারা। আজকে সোনাগাজী ডাক বাংলায় যুবলীগের শান্তি সমাবেশ থাকায় ইউনিয়নের কোনো দর্শক খেলা দেখতে যায়নি। এই সুযোগ নিয়ে বিষ্ণপুরের লোকজন আমাদের বিদ্যালয়ের খেলোয়াড় ও শিক্ষকদের উপর হামলা চালায়।
সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম ঢাকা পোস্টকে বলেন, ঘটনা সম্পর্কে প্রাথমিকভাবে জানার পরই মাঠপর্যায়ে তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
আরকে