নির্বাচনের আগেই শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করা হবে : দুলু

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগের অধীনে আগামী সংসদ নির্বাচন হবে না। নির্বাচন হবে আওয়ামী লীগমুক্ত, নির্দলীয় বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এতে সকল ষড়যন্ত্র প্রতিহত করে নির্বাচনের আগেই শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করা হবে।
আসন্ন ১৭ সেপ্টেম্বর ভোটের অধিকার প্রতিষ্ঠায় রাজশাহী বিভাগীয় রোডমার্চ উপলক্ষ্যে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নওগাঁ শহরের কেডির মোড়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভার আয়োজন করে জেলা বিএনপি। সভায় যোগদান করে নেতাকর্মীদের উদ্দেশ্যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সেলফি তুলে লাভ হবে না। আওয়ামী লীগের অবৈধভাবে ক্ষমতায় থাকার দিন শেষ। সরকার পতনের চূড়ান্ত আন্দোলন শুরু হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত এ সরকার পদত্যাগ করবে না, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবেই। প্রয়োজনে ঢাকাসহ সারা বাংলাদেশকে অচল করে এই সরকারকে পদত্যাগ করানো হবে।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে ষড়যন্ত্র করে ভোট কারচুপির মধ্য দিয়ে অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। এজন্যই আজকে বিএনপিসহ সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে। সারা পৃথিবীর মানুষ বাংলাদেশে অংশগ্রহণমূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি করছেন। তাই নিশ্চিতভাবে বলতে চাই আগামী নির্বাচন আওয়ামী লীগের অধীনে হবে না।
নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আনোয়ার হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি ও সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বক্তব্য দেন।
আরমান হোসেন রুমন/এমজেইউ