‘স্মার্ট বাংলাদেশ গড়তে শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই’

নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই।’ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নিজ সম্মেলন কক্ষে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ‘স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেছেন। এর মানে, স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা গুরুত্বপূর্ণ। যেহেতু জনগণের সঙ্গে জনপ্রতিনিধিরা সম্পৃক্ত, তাই তাদের দায়বদ্ধতা রয়েছে। তাই স্মার্ট বাংলাদেশ গড়তে শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই।’

জেলা প্রশাসক আরও বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট নাগরিক লাগবে। স্থানীয় সরকারের হয়ে যারা কাজ করেন, তারা সরকারের জন্য কাজ করেন, সাধারণ মানুষের জন্য কাজ করেন। ইউনিয়ন শক্তিশালী করতে হলে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী স্থানীয় সরকারকে শক্তিশালী, কার্যকর ও স্বাবলম্বী করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।’
গ্রাম থেকেও অনেকে ফ্রিল্যান্সিং করে ডলার আয় করছে উল্লেখ করে দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ‘নগর ও গ্রামের বৈষম্য ক্রমাগতভাবে দূর করেছে সরকার। বর্তমানে অনেকে গ্রাম থেকেও ফ্রিল্যান্সিং করে ডলার আয় করছে। গ্রামে থেকেই ভাগ্যের পরিবর্তন হয়েছে তাদের। এতে করে দেশের রিজার্ভের পরিমাণ বাড়ছে।’
স্থানীয় সরকারের উপ-পরিচালক জালাল উদ্দীনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোর্তাহীন বিল্লাহ, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আখিনূর জাহান নীলা, নোয়াখালী পৌর সভার নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, সাংবাদিক আলমগীর ইউসুফ ও মনিরুজ্জামান চৌধুরী প্রমুখ।
এর আগে, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এসময় নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা র্যালিতে অংশগ্রহণ করেন।
/হাসিব আল আমিন/এফকে/