শিক্ষকের বদলি বাতিল করতে ডিসি অফিসে শিক্ষার্থীদের অবস্থান

মুন্সিগঞ্জ শহরের আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্রমোহন গভ.গার্লস হাই স্কুলের (এভিজেএম) সিনিয়র শিক্ষক মো. ইব্রাহীম কবীরের বদলির আদেশ বাতিল করতে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নেয় তারা।
এ সময় শিক্ষার্থীরা, শিক্ষা নিয়ে দুর্নীতি চলবে না, শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না, চলবে না এমন সব প্ল্যাকার্ড ও পোস্টার হাতে নিয়ে ভূগোল শিক্ষকের বদলির আদেশ বাতিলে নানা স্লোগান দেয়। তারা বিদ্যালয়ের পদার্থ বিঞ্জান শিক্ষক মনোরঞ্জন সূত্রধর এর বিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন আরা পাঁচ শিক্ষার্থীকে ডেকে নিয়ে কথা বলেন। দীর্ঘ কথা বলার পর বিদ্যালয়ের রেজাল্ট দুর্নীতি, কোচিং বাণিজ্য এবং প্রশ্ন ফাঁসের বিষয়টি তুলে ধরেন শিক্ষার্থীরা।
পরে মুন্সিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিফা খান নিচে এসে শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে বলেন, ভূগোল শিক্ষকের ফিরিয়ে আনার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হবে।
তিনি আরও বলেন, বিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের শিক্ষক মনোরঞ্জন সূত্রধরের বিরুদ্ধে কোচিং বাণিজ্য, প্রশ্ন ফাঁস ও রেজাল্ট দুর্নীতির বিষয়ে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ব.ম শামীম/এমএএস