নাটোর জেলা আ.লীগের সভাপতি হলেন অ্যাডভোকেট সিরাজুল

নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি মনোনীত হয়েছেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এ সম্পর্কিত একটি পত্র পেয়েছে জেলা জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অ্যাডভোকেট সিরাজুল ইসলাম নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি)। তিনি জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির ১নং সহ-সভাপতি ছিলেন।
গত ৩০ আগস্ট নাটোর-৪ আসনের (বড়াইগ্রাম-গুরুদাসপুর) সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুর পর জেলা আওয়ামী লীগের সভাপতির পদটি শূন্য হয়। এরপর থেকেই এই পদ কে পেতে পারেন তা নিয়ে শুরু হয় জল্পনা-কল্পনা। জেলা আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্র জানায়, প্রকাশ্যে কেউ পদটি না চাইলেও কেন্দ্রে বেশ কয়েকজন নেতা তোড়জোর চালিয়েছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান ঢাকা পোস্টকে বলেন, এ সম্পর্কিত একটি পত্র কিছুক্ষণ আগে হাতে পেয়েছি। অ্যাডভোকেট সিরাজুল ইসলাম একজন বীর মুক্তিযোদ্ধা। সেই সঙ্গে দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং আওয়ামী লীগের সক্রিয় একজন কর্মী। তিনি জেলা আওয়ামী লীগের ১নং সহ-সভাপতি ছিলেন। তাই তার পক্ষেই মত দিয়েছিলাম। তার অভিজ্ঞ নেতৃত্ব ও পরামর্শ জেলা আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করবে বলে আশা করি।
আরএআর