রংপুরে ২ হাজার ডোজ দিয়ে শুরু হবে করোনার দ্বিতীয় টিকা

রংপুরে মাত্র দুই হাজার ডোজ দিয়ে শুরু হবে করোনা টিকার দ্বিতীয় ডোজ কার্যক্রম। বৃহস্পতিবার (০৮ এপ্রিল) সকাল থেকে জেলার নির্ধারিত টিকা কেন্দ্রগুলোতে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে।
বুধবার (০৭ এপ্রিল) বিকেলে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়।
তিনি বলেন, যারা ৭-৮ ফেব্রুয়ারি প্রথম ডোজ নিয়েছেন কেবল তারাই দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবেন। এক্ষত্রে কোনো এসএমএস না পেলেও টিকা কার্ডসহ নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন।
বর্তমানে প্রথম ডোজের টিকা প্রদান কার্যক্রমও চলমান রয়েছে। প্রথম ডোজ টিকা নেওয়ার জন্য অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। নির্ধারিত দিনে নির্ধারিত কেন্দ্রে টিকা নিতে হবে। টিকা গ্রহণের কার্ড হারিয়ে গেলে কিংবা নষ্ট হয়ে গেলে অনলাইন থেকে পুনরায় প্রিন্ট করে নেওয়া যাবে।
রংপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ৭ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত রংপুরে করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৭২৪ জন। এর মধ্যে ৯১ হাজার ৪৬৯ জন পুরুষ এবং ৭৩ হাজার ২৫৫ জন নারী।
সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় আরও বলেন, বর্তমানে করোনার টিকার দ্বিতীয় ডোজের দুই হাজার ডোজ রয়েছে। শুক্রবার (০৯ এপ্রিল) টিকার দ্বিতীয় ডোজের এক লাখ ১৪ হাজার টিকা এসে পৌঁছাবে। বৃহস্পতিবার (০৮ এপ্রিল) থেকে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। প্রথম ডোজ নেওয়ার তারিখ হতে দুই মাস পর টিকার দ্বিতীয় ডোজ নেওয়া যাবে।
এদিকে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (০৬ এপ্রিল) রংপুর বিভাগের আট জেলায় এক হাজার ৯৯৪ জন করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন। এ নিয়ে সর্বমোট পাঁচ লাখ ৭২ হাজার ৬৯২ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। এর মধ্যে তিন লাখ ৪৩ হাজার ৬৮৩ জন পুরুষ এবং দুই লাখ ২৯৯ জন নারী রয়েছেন।
এছাড়া মঙ্গলবার (০৬ এপ্রিল) রংপুর বিভাগে একদিনে নতুন করে দ্বিতীয় ধাপে সর্বোচ্চ ৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে ১৬ হাজার ৫৯৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩১৮ জনের। সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭০৪ জন।
ফরহাদুজ্জামান ফারুক/এএম