সিলেটে আবারও ভূমিকম্প

আবারও মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। ২৩ দিনের ব্যবধানে হওয়া এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয় রাজ্যের আসাম এলাকায়।
সোমবার (২ অক্টোবর ) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট ১৮ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়ারলেস সুপারভাইজার জহিরুল ইসলাম ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন।
তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট ১৮ সেকেন্ডে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ছিল ২৩৬ কিলোমিটার দূরে ভারতের মেঘালয় রাজ্যের আসামে। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প।
আরও পড়ুন
এদিকে ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে আতঙ্কিত লোকজন বাসাবাড়ি থেকে বেরিয়ে আসেন। তবে সিলেট নগরের বাসিন্দাদের অনেকেই টের পাননি এই ভূমিকম্প। তবে কোথাও কোনো হতাহত কিংবা ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত ৯ সেপ্টেম্বর বিকেল ৪টা ১৮ মিনিটে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। ৪ দশমিক ৪ মাত্রার সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ২৬৩ কিলোমিটার উত্তর-পূর্বদিকে ভারতের আসামের কাছাড়ে।
মাসুদ আহমদ রনি/এমজেইউ