সংসদ সদস্য মমতাজ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নাটোরের লালপুরের সাবেক সংসদ সদস্য শহীদ মমতাজ উদ্দিন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও উপজেলার আড়বাব ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শাহিনুল ইসলাম ওরফে সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ অক্টোবর) বেলা ১২টার দিকে রাজশাহী মহানগরের বিনোদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুজন লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের শহিদুল ইসলাম মাস্টারের ছেলে।
আজ বিকেলে নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার জানান, ২০০২ সালের ১ মার্চ লালপুর উপজেলার আড়বাব ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। পরবর্তীতে ছাত্রলীগ নেতার বাবা শুকুর মৃধা ২১ জনের নাম উল্লেখ করে লালপুর থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় সুজনসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। পরবর্তীতে ২০১৯ সালের ১১ এপ্রিল নাটোরের অতিরিক্ত দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল-২ সুজনসহ চারজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর থেকেই সুজন পলাতক ছিলেন।
পুলিশ সুপার আরও জানান, আসামিকে ধরতে পুলিশ বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে। আজ গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তি সহায়তায় বেলা ১২টার দিকে রাজশাহী মহানগরের বিনোদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন জাতীয় সংসদ নির্বাচনে (১৯৮৬-৮৮) স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য হন। ২০০৩ সালের ৬ জুন রাতে তাকে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি ও কুপিয়ে হত্যা করে। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ (মরণোত্তর) একুশে পদক-২০২৩ পান এ বীর মুক্তিযোদ্ধা।
এমজেইউ