গাজীপুরে সন্তানসহ পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় শফিকুল ইসলাম নামের এক পুলিশ কর্মকর্তাকে (উপ-পরিদর্শক) কুপিয়ে জখম করা হয়েছে।
সোমবার (২ অক্টোবর) রাত ১১টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় আনন্দদ্বীপ হাউজিং লিমিটেডের সামনে এই ঘটনা ঘটে। শফিকুল ইসলাম টাঙ্গাইল জেলা পুলিশে কর্মরত। তিনি পরিবার-পরিজন নিয়ে আনন্দদ্বীপ হাউজিং লিমিটেডে বসবাস করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই হাউজিংয়ের এক বাসিন্দা জানিয়েছেন, পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম ইতিপূর্বে গাজীপুর জেলা পুলিশে কর্মরত ছিলেন। সেই সুবাদে তার পরিবার আনন্দদ্বীপ হাউজিংয়ে বসবাস করেন। সোমবার রাতে টাঙ্গাইল থেকে গাজীপুরে নিজ বাসায় প্রবেশ করছিলেন শফিকুল ইসলাম। এ সময় ওই বহুতল বাড়ির মজিদ বিএসসি’র সৈকত নামের এক বাসিন্দার সঙ্গে কোনো এক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় সৈকত নামের ওই যুবক উত্তেজিত হয়ে পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলামকে মারধর এবং একপর্যায়ে বটি দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় বাবাকে বাঁচাতে এসে পুলিশ কর্মকর্তার ছেলেও আহত হন।
এ বিষয়ে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, খবর পেয়ে হাসপাতালে গিয়ে পুলিশ সদস্য ও তার সন্তানের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। চিকিৎসা শেষে তিনি চলে গিয়েছেন। তবে পুলিশ কর্মকর্তা টাঙ্গাইলের কোন থানায় কর্মরত তা তিনি জানাতে পারেননি।
শিহাব খান/এমজেইউ