নাটোরে নারীসহ ২ জনের যাবজ্জীবন

নাটোরে মাদক মামলায় ফাতেমা বেগম (৪৫) ও মো. মাসুদ রানা (৩৫) নামে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন এই রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আসামি ফাতেমা বেগম সদর উপজেলার চকবৈদ্যনাথ এলাকার আব্দুর রহিমের স্ত্রী আর মাসুদ রানা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদারপুর গ্রামের চান্দু রহমানের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২১ জানুয়ারি শহরের চকবৈদ্যনাথ গুড়ের আড়তের সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ওইদিন বিকেল ৫টার দিকে সড়কে একটি মোটরসাইকেল থামিয়ে এর আরোহী ফাতেমা ও চালক মাসুদকে তল্লাশি করা হয়। তল্লাশির সময় ফাতেমার ব্যাগ ও স্যান্ডেলে লুকানো ২১০ গ্রাম হেরোইন পাওয়া যায়।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে নাটোর সদর থানায় একটি মাদক মামলা দায়ের করে। মামলাটির তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার এ রায় দেন আদালতের বিচারক।
গোলাম রাব্বানী/এএএ