জুয়াড়িদের থানায় না নিয়ে অন্যত্র ঘোরাঘুরি, এসআই বরখাস্ত

নোয়াখালীর সুবর্ণচরে আটক চার জুয়াড়িকে থানায় না এনে অন্যত্র ঘোরাঘুরি করায় চরজব্বর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নূর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেন।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে চরজব্বর থানায় আসার পথে মুঠোফোন কল আসায় সিএনজি থেকে নামেন এসআই নুর হোসেন। সিএনজিতে থাকা আটক চার জুয়াড়ি পালিয়ে যান। এ সময় সঙ্গে থাকা কনস্টেবল নাছির উদ্দিন একজনকে ধরতে পারলেও তিনজন পালিয়ে যান। পালিয়ে যাওয়ার বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) না জানানোয় এবং আটককৃতদের থানায় না এনে অন্যত্র নিয়ে ঘোরাঘুরির অপরাধে শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
এ বিষয়ে চরজব্বর থানা পুলিশের এসআই নূর হোসেন ঢাকা পোস্টকে বলেন, ওয়ারেন্ট তামিল করতে গিয়ে মুঠোফোনে লুডু খেলা অবস্থায় চার কিশোরকে সতর্ক করতে আটক করি। কিন্তু আমি মোবাইলে কথা বলার সময় তারা ভয়ে সিএনজি থেকে পালিয়ে যায়। এরা কোনো জুয়াড়ি নয়। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটা পক্ষ বাংলাদেশ পুলিশ ও আমার নামে অপপ্রচার করেছে। কেউ কেউ বলছি হ্যান্ডকাফসহ নাকি তারা পালিয়েছে। আসলে এসব মিথ্যা কথা। তবে আমি সাথে সাথে বিষয়টি ঊর্ধ্বতনদের জানালে ভালো হতো।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঢাকা পোস্টকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন।
তিন বলেন, অভিযুক্ত নূর হোসেন সুশৃঙ্খল পুলিশ বাহিনীর একজন এসআই পদমর্যাদার অফিসার হওয়া সত্ত্বেও উল্লেখিত বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত না করে চারজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আটক করে থানায় আনার পরিবর্তে অসৎ উদ্দেশ্যে অন্যত্রে ঘোরাঘুরি করেন এবং একপর্যায়ে আটককৃতরা তার অদক্ষতার কারণে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায়। তার এমন কার্যকলাপ বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থী। এতে জনসম্মুখে পুলিশ বাহিনীর ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে। তাই তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
হাসিব আল আমিন/আরএআর