মানিকগঞ্জে ঝড়ে বিপর্যস্ত ৩ গ্রাম, গাছের ডালে টিনের চালা

মানিকগঞ্জে আকস্মিক ঝড়ে সদর উপজেলার তিনটি গ্রাম বিপর্যস্ত হয়েছে। ঝড়ে ঘরের টিনের চালা উড়ে গাছের ডালে গিয়ে আটকে গেছে। গতকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার পুটাইল ইউনিয়নের ঘোস্তা, পশ্চিম হাসলী, চান্দরা গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে বাড়িঘর ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ সরবরাহ।
জানা গেছে, উপজেলার পুটাইল ইউনিয়নের পশ্চিম হাসলি গ্রামে অনেকের বাড়িঘর আংশিক এবং কোনটি পুরোপুরি বিনষ্ট হয়েছে। অনেকের ঘরের টিনের চালা ঝড়ে উড়ে গাছের ডালে পড়েছে।
ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন পশ্চিম হাসলি গ্রামের আব্দুল জলিল, রৌশন আলী মাস্টার, আব্দুল আজিজ, মনোয়ারা বেগম, পারভেজ,বুরহান আলী, রুসন আলী,আওলাদ, আমিনুর, জুসন আলীসহ অনেকে।
তারা বলেন, আশ্বিনের আকস্মিক ঝড়ে তাদের ঘরবাড়িসহ গাছপালা বিনষ্ট হয়েছে।
সাবেক সেনা সদস্য মো. বুরহান আলী জানান, ঝড়ের খবর পেয়ে রাতেই ঢাকা থেকে বাড়িতে চলে আসি। এসে দেখি ঘর-দরজা সব উড়ে গেছে। ঘরের চালা এখনো খুঁজে পাইনি।

একই গ্রামের ফুকন আলী মাতব্বরের ছেলে জলিলের বাড়ির ওয়াল করা ঘরের টিনের চালা ঝড়ে উড়ে গাছের ডালে আটকে গেছে।
ঝড়ে ক্ষয়ক্ষতির খবর পেয়ে শুক্রবার সকালের দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) জ্যোতিশ্বর পাল এবং স্থানীয ইউপি চেয়ারম্যান মহিদুর রহমান মহিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ইউএনও ক্ষতিগ্রস্তদের বাড়িতে বাড়িতে গিয়ে সমবেদনা জানান।
ইউএনও জ্যোতিশ্বর পাল বলেন, আকস্মিক ঝড়ে অনেকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে ইউনিয়ন পরিষদের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের চাল, ডাল, আলু দিয়ে সহযোগিতা করা হয়েছে। স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা করে জেলা প্রশাসনের কাছে পাঠানো হবে।
সোহেল হোসেন/আরএআর