পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চালুর সাড়ে ১৩ ঘণ্টা পর আবার ফেরি চলাচল বন্ধ রেখেছেন ঘাট কর্তৃপক্ষ। সোমবার (৭ ডিসেম্বর) রাত ১১টার দিকে ঘন কুয়াশার কারণে ফেরির সামনের বাতির অস্পষ্টতার কারণে নৌরুট বন্ধ রাখা হয়।
সোমবার (৭ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে পাটুরিয়া ফেরিঘাটের বিআইডব্লিউটিসির বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক মো. সালাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত তিনদিন যাবত রাতে পদ্মায় কুয়াশার ঘনত্ব বাড়ছে। ফলে নৌরুটে চলাচলকারী ফেরিগুলোর মার্কিং বাতির অস্পষ্টতা সৃষ্টি হচ্ছে। এজন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে মূলত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। সর্বশেষ পাটুরিয়ায় তিন শতাধিক যানবাহন পারাপার করেছে।
এসপি