বৃদ্ধের মরদেহ রাস্তায় ফেলে উধাও নারী

নারায়ণগঞ্জের ফতুল্লায় রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত এক বৃদ্ধের (৬২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ অক্টোবর) বিকেলে শিবু মার্কেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেলে রাস্তায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। স্থানীয় একটি কারখানার সিসিটিভি ফুটেজে দেখা যায়, একজন নারী মরদেহটি ফেলে গেছেন।
ফতুল্লা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন ঢাকা পোস্টকে বলেন, সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন নারী অটোরিকশা থেকে মরদেহটি রাস্তায় ফেলে চলে যান। ওই বৃদ্ধের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করেছে। আশা করি দ্রুত ওই নারীকে খুঁজে বের করা যাবে।
এমজেইউ