সিলেটে চরমোনাই পীরের মাহফিল বাতিল

পুলিশের অনুমতি না পাওয়ায় সিলেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করীমের ওয়াজ মাহফিল বাতিল করা হয়েছে।
ইসলামী আন্দোলনের সিলেট মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান সোমবার (৭ নভেম্বর) রাতে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী ১০, ১১ ও ১২ ডিসেম্বর সিলেট মহানগরের আলিয়া মাদ্রাসা মাঠে বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাগের আয়োজনে এই ওয়াজ মাহফিল হওয়ার কথা ছিল।
বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাটের সদস্য ডা. রিয়াজুল ইসলাম ইসলাম বলেন, ওয়াজ মাহফিল আয়োজনের জন্য সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে লিখিত অনুমতি দেয়া হয়েছিল। কিন্তু রোববার (৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে চৌহাট্টা পয়েন্টে মাহফিল সফলের তোরণ ভেঙে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এরপর রাতে পুলিশের পক্ষ থেকে ওয়াজ মাহফিল বন্ধ করার নির্দেশ দেয়া হয়।
ইসলামী আন্দোলনের সিলেট মহানগরের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান ঢাকা পোস্টকে বলেন, আমরা সোমবার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি ওয়াজ মাহফিল আয়োজন করতে। তবে তারা সম্মতি দেয়নি। ফলে সোমবার রাতে মাহফিল বাতিলের সিদ্ধান্ত নিয়েছি আমরা।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) এ বিষয়ে আমরা সংবাদ সম্মেলন করব।
এমএসআর