সামনে লড়াই কঠিন হলেও জয় আমাদের : শেখ তন্ময়

বাগেরহাট-২ (কচুয়া-সদর) আসনের সংসদ সদস্য (এমপি) শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, আগামী মাস পরে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আপনারা যারা সহযোগী সংগঠনে আছেন, তারা আওয়ামী লীগের নেতৃত্বে প্রতিটি পাড়া-মহল্লায় গিয়ে দুর্গ গড়ে তুলুন। আমাদের সামনে লড়াই কঠিন হলেও জয় আমাদের হবে। শেখ হাসিনা আবারও রাষ্ট্র পরিচালনায় আসবেন।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাগেরহাট শহরের রেলরোড চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ সারহান নাসের তন্ময় বলেন, বিএনপির নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে মেরে ফেলতে চেয়েছিল। তারা নেত্রীর ওপর গ্রেনেড হামলাও করেছে। নেত্রীর ওপর ২০ বার হামলা হয়েছে। আল্লাহ আছেন বলেই, নেত্রী বেঁচে আছেন। আমাদের নেত্রীর মন অনেক বড়, তিনি খালেদা জিয়াকে জেলে না রেখে ঘরে রেখেছেন। কিন্তু বিএনপির নেতারা হুমকি দিচ্ছে ক্ষমতায় গেলে আওয়ামী লীগের নেতাকর্মীদের মেরে ফেলবে। তাদের বলতে চাই, আগে ক্ষমতায় আসেন।
জাতীয় শ্রমিক লীগ বাগেরহাট জেলা শাখার সভাপতি রেজাউর রহমান মন্টুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভপাতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান, জেলা যুব লীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খান আবু বকর সিদ্দিক, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অ্যাডভোকেট সীতা রানী দেবনাথ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। এর আগে বিকেলে অনুষ্ঠানের শুরুতে বাগেরহটের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশে আসেন শ্রমিক লীগের নেতাকর্মীরা।
শেখ আবু তালেব/আরএআর