আজকের সর্বশেষ
- একদিনের ব্যবধানেই পজিটিভ থেকে নেগেটিভ পাঁচ নারী ক্রিকেটার
- চাঁদ দেখা গেছে, বুধবার থেকে রোজা
- রশিদকে পেছনে ফেলে মার্চের সেরা ভুবনেশ্বর
- দেশের সব সিদ্ধান্ত গরিবের বিরুদ্ধে : কাদের মির্জা
- মাদরাসায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়েছে বিএনপি
- খোলা থাকবে ব্যাংক, দিনে ৪ ঘণ্টা লেনদেন
- সাংবাদিকদের মুভমেন্ট পাস লাগবে না
- গুহায় মিলল ৪৫ হাজার বছরের পুরোনো কঙ্কাল
- বাসায় তারাবি পড়া যাবে কি?
- ট্রাকচাপায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের
- মাইকেল জসিমের বাড়ির ছাদে ছিল ৩০০ রাউন্ড কার্তুজ
ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগ কার্যালয় ভাঙচুর
০৮ এপ্রিল ২০২১, ২২:১৯

নাসিরনগর উপজেলার ধরমণ্ডল ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
তবে আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, জামায়াত-শিবির এ হামলা-ভাঙচুর চালিয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
স্থানীয়রা জানায়, দুপুরে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে ধরমণ্ডল ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালায়। এ সময় তারা কার্যালয়ে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং চেয়ার-টেবিলসহ অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে।
নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ধরমণ্ডল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বাহার উদ্দিন চৌধুরী বলেন, জামায়াত-শিবিরের লোকজন অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় তারা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ কার্যালয়ের জিনিসপত্র ভাঙচুর করে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজিজুল সঞ্চয়/এএম
সারাদেশ এর সর্বশেষ