ফিলিস্তিনকে স্বাধীন করতে মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মুসল্লিরা।
শুক্রবার (১৩ অক্টোবর) বাদ জুমা পৌরসভার বিভিন্ন মসজিদ থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মুসল্লিরা সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় সমবেত হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুসল্লিরা আবার বাসস্ট্যান্ডে ফিরে এসে পেট্রোল পাম্পের সামনে সমাবেশ করে।

সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের নিরস্ত্র সাধারণ মানুষের উপর যুগের পর যুগ ধরে ইসরায়েলি বাহিনী ঘৃণিত হত্যাযজ্ঞ চালালেও বিশ্ব মোড়লরা সবসময় চুপ থেকেছে। সেখানকার অবুঝ শিশু ও নারীদের কান্না তাদের কানে কখনোই পৌঁছেনি।
এ আগ্রাসন বন্ধ ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান জানান তারা।
সমাবেশে বক্তব্য দেন— সিংড়া কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আলী আকবর, জামিয়া ইসলামিয়া হামিদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল্লাহ আল মাদানি, সিংড়া দমদমা আল জামেয়াতুল কোরআনিয়া মাদ্রাসার শিক্ষা সচিব ও সিংড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত পরিষদের সভাপতি মাওলানা আকরাম হোসেন, মুফতি সুলতান মাহমুদ, মুফতি জাকারিয়া মাসউদ প্রমুখ।
গোলাম রাব্বানী/এমজে