ফিলিস্তিনিরা যখন রুখে দাঁড়িয়েছে, ঠিক তখনই বৃষ্টির মতো বোমা বর্ষণ

ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে মুসল্লিরা। শুক্রবার জুমার নামাজের পর শহরের কয়েক হাজার মুসল্লি এই বিক্ষোভ মিছিল করেন।
বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের সামনে থেকে এই মিছিল বের করে ওলামা-মাশায়েখ পরিষদ বগুড়া জেলা শাখা। এ সময় মিছিলটি শহরের সাতমাথার হয়ে কবি নজরুল ইসলাম সড়ক ঘুরে আবার বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে সংগঠনটি। এতে সভাপতিত্ব করেন ওলামা-মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা আলমগীর হোসাইন।
সমাবেশে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলী, মাওলানা আব্দুল হালিম বেগ, মাওলানা আব্দুল হাকিম, মাওলানা মমতাজ উদ্দিন, সোনাতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এনামুল হক, মাওলানা আব্দুল বাসেত, মাওলানা হেদাইতুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আল-আমিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ইহুদীবাদী ইসরায়েল যুগ যুগ ধরে ফিলিস্তিনি মুসলমানদের উপর জুলুম-নির্যাতন করে আসছে। তারা ফিলিস্তিনি মুসলমানদের উচ্ছেদ করে তাদের বাড়িঘর দখল করেছে। হাজার হাজার নিরপরাধ ফিলিস্তিনি নারী ও শিশুকে হত্যা করেছে। বোমার আঘাতে হাজার হাজার ফিলিস্তিনি পঙ্গুত্ব বরণ করেছেন। হাজার হাজার বোন স্বামীহারা হয়েছেন। সন্তান হারিয়েছেন অনেক মা।
বক্তারা আরও বলেন, যুগ যুগ ধরে জুলুম-নির্যাতন সহ্য করে অবশেষে ফিলিস্তিনি মুসলমানরা যখন রুখে দাঁড়িয়েছে, ঠিক তখনই নিরপরাধ মুসলানদের ওপর বৃষ্টির মতো বোমা বর্ষণ করছে ইসরায়েলি সেনারা। এমনকি ফিলিস্তিনিদের খাবার, পানি এবং বিদ্যুৎ সরবরাহ লাইন বন্ধ করে চরম অমানবিক পরিস্থিতির সৃষ্টি করেছে। এমন অবস্থায় সারা দুনিয়ার মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানেরাও চুপ থাকতে পারে না।
এছাড়া একই দাবিতে জুমার নামাজের পর বিভিন্ন সংগঠন বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে।
আসাফ-উদ-দৌলা নিওন/এমজে