লালমনিরহাট থেকে ছেড়ে গেছে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’

কুড়িগ্রামের রেলসেতুর গার্ডার ধসে যাওয়ায় বিকল্প ব্যবস্থায় ঢাকাগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ লালমনিরহাট স্টেশন থেকে চলাচল করছে। শনিবার (১৪ অক্টোবর) সকাল ৯টা ২০ মিনিটে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনটি লালমনিরহাট থেকে ছেড়ে যায়।
ট্রেন ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন রেল বিভাগের সহকারী সড়ক পরিবহণ কর্মকর্তা ফারুকুল ইসলাম। তিনি বলেন, বৃষ্টিতে শুক্রবার উপজেলার সিঙ্গেরডাবরি এলাকায় রেলওয়ের ‘ফোর জে’ নম্বর সেতুর গার্ডার ধসে পড়ে। এতে রাত থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় । ফলে শুক্রবার রাতে রংপুর এক্সপ্রেসের শাটল ট্রেন ও শনিবার সকালে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনটি কুড়িগ্রাম থেকে না ছেড়ে লালমনিরহাট থেকে ছেড়ে গেছে।
তিনি আরও বলেন, রেলওয়ের লালমনিরহাট প্রকৌশল বিভাগের কর্মীরা সেতুটি মেরামতে কাজ করছেন। রোববার সন্ধ্যার দিকে মেরামতের কাজ শেষ হতে পারে বলে আশা করা হচ্ছে।
রেলওয়ের লালমনিরহাট ডিভিশনের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী ইদ্রিছ আলী জানান, দ্রুত সেতুটি মেরামত কাজ চলমান রয়েছে। আশা করছি দ্রুত কুড়িগ্রাম থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
নিয়াজ আহমেদ সিপন/এএএ