ক্ষমা না চাইলে হেফাজত নেতাদের নামে রাষ্ট্রদ্রোহিতার মামলা

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব নিয়ে মিথ্যাচার করায় হেফাজতে ইসলামের নেতৃবৃন্দকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছে জেলা ছাত্রলীগ। ক্ষমা না চাইলে হেফাজতের জেলা ও কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রলীগের নেতারা।
শুক্রবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ হুঁশিয়ারি দেন তাঁরা।
এর আগে গত ৫ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া পরিদর্শনে এসে হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা সাজিদুর রহমান দাবি করেন, ব্রাহ্মণবাড়িয়ার তাণ্ডবে হেফাজতের কেউ জড়িত নয়।
হেফাজতে ইসলাম মিথ্যাচার করেছে উল্লেখ করে শুক্রবারের সংবাদ সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বলেন, হেফাজত নেতারা ঘটনার শুরু থেকেই মিথ্যার আশ্রয় নিয়ে সাধারণ ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা তাদের এ বক্তব্যকে মিথ্যাচার ও অপরাজনীতি বলে মনে করি।
তিনি বলেন, ২৬ থেকে ২৮ মার্চের সকল তাণ্ডবের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র গণমাধ্যমে এসেছে। তারা মিথ্যা বক্তব্য দিয়ে ধর্মপ্রাণ মানুষকে মর্মাহত করেছে।
এ সময় ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল হেফাজতের তাণ্ডবের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। পাশাপাশি জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি।
সংবাদ সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আজিজুল সঞ্চয়/এমআইএইচ/জেএস