কোচিং সেন্টার খোলা রাখায় ১ লাখ টাকা জরিমানা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখায় দিনাজপুরে ‘পড়ালেখা’ নামে একটি সেন্টারের পরিচালককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (০৯ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলা শহরের বড়বন্দর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাগফারুল হাসান আব্বাসী। ‘পড়ালেখা’ কোচিং সেন্টারের পরিচালকের দায়িত্বে রয়েছেন মহিন্দ্রনাথ রায়, তিনি পাঁচবাড়ী ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাগফারুল হাসান আব্বাসী বলেন, কোচিং সেন্টারটিতে ছাত্রছাত্রীদের পড়ানো হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি থাকায় সেন্টারের পরিচালকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, করোনা সংক্রমণের মধ্যে সরকার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করেছে। আইন অমান্য করায় এই জরিমানা করা হয়েছে।
জানতে চাইলে ‘পড়ালেখা’ কোচিং সেন্টারের পরিচালক মহিন্দ্রনাথ রায় বলেন, আইন অমান্য করে এমন কাজ করা ঠিক হয়নি। কয়েকজন অভিভাবকের অনুরোধে তাদের সন্তানদের কোচিংকরানো হয়। এখন থেকে কোচিং সেন্টারটি বন্ধ থাকবে।
মো. মাহাবুর রহমান/এএম/জেএস