নাটোরে ২০ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ৩ জনের জেল

নাটোরের বড়াইগ্রামে মৌখড়া হাট ও লক্ষীকোল বাজারে অভিযান চালিয়ে ২০ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় কারেন্ট জাল বিক্রির অভিযোগে ৩ ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু রাসেল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, র্যাব অভিযান চালিয়ে ২ লাখ টাকার অবৈধ কারেন্টজাল জব্দ এবং বেশ কয়েকজনকে আটক করেছেন। এরপর আটকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে লক্ষীকোল বাজারে কারেন্ট জালের পাইকারি বিক্রেতা সোহেল রানার গুদামে অভিযান চালিয়ে ১৮ লাখ টাকা মূল্যের ৩ হাজার ১২০ পাউন্ড কারেন্ট জাল জব্দ এবং সোহেল রানাকে আটক করা হয়।
বিষয়টি বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার আবু রাসেলকে অবহিত করলে তিনি সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসান। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন পরিমাণ জরিমানা করেন। এ সময় গুরুদাসপুরের মশিন্দা এলাকার লাবু মিয়া ও মসলেম উদ্দিন নামে দুইজনকে ১০ দিনের কারাদণ্ড দেন। আর গুদাম মালিক সোহেল রানাকে ১ লাখ টাকা জরিমানা এবং এক মাসের কারাদণ্ড দেন। একইসঙ্গে জব্দকৃত ২০ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস করেন।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার আবু রাসেল ঢাকা পোস্টকে বলেন, দেশের প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ ব্যক্তিকে ১০ দিন, সোহেল নামে একজনকে ১ লাখ টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অবৈধ কারেন্ট জাল বিক্রি বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
গোলাম রাব্বানী/এএএ