‘শেখ হাসিনাই প্রথম ক্রিকেট বিশ্বকাপে খেলার সুযোগ করে দিয়েছেন’

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, ‘এক সময় ক্রিকেট খেলায় বাংলাদেশের কোনো অবস্থান ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম বিশ্বকাপে ক্রিকেট খেলার সুযোগ করে দিয়েছেন।’
শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে মাদারীপুর আছমত আলী খান স্টেডিয়াম মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, ‘এক সময় নারীদের লেখাপড়া করতে দেওয়া হতো না, ঘরে বন্দি করে রাখা হতো। বিএনপি-জামায়াতের সময় নারীদের ওইভাবে ঘরের বাইরে যাওয়ার সুযোগ-সুবিধা দেওয়া হয়নি। তারা বলতো নারীরা কেন এগুলো করবে, তারা ঘরে থাকবে। বিভ্রান্তমূলক কথাবার্তা বলে নারীদের পিছিয়ে রাখা হতো। প্রধানমন্ত্রী ঘরবন্দি থেকে উদ্ধার করে নারীর ক্ষমতায়ন করে দিয়েছেন। মাদারীপুরের কালিকাপুর ও ঝাউদি ইউনিয়নে নারীদের কোনো ভোটাধিকার ছিল না। আর এখন প্রধানমন্ত্রী সরাসরি নারীদের জনপ্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছেন।’
বিএনপি-জামায়াত নারীদের কখনো কাজের সুযোগ দেয়নি। আওয়ামী লীগ সরকার নারীদের সব কাজের সুযোগ দিয়েছেন। নারীদের আত্মমর্যাদাশীল হয়ে ওঠার অনুপ্রেরণা করেছেন প্রধানমন্ত্রী।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলামের সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, স্থানীয় এমপি প্রতিনিধি আজিজুর রহমান শিবু খান, জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন, কাউন্সিলর সাইদুর বাশার টফি, আওয়ামী লীগের প্রচার সম্পাদক বাবু শরীফ, কোচ আফজাল হোসেন মানিক, কোচ নান্নু মুন্সী সহ অন্যান্যরা। খেলা পরিচালনা করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম কবির।
মাদারীপুর পৌরসভা দল ও ৫টি উপজেলার অনুর্ধ্ব ১৭ বালক-বালিকা দলসহ মোট ১২টি দলের ২৪০ জন খেলোয়াড় এতে অংশগ্রহণ করেন। ফাইনাল খেলায় মাদারীপুর পৌরসভা বালিকা দলকে ট্রাইব্রেকারে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন মাদারীপুর সদর উপজেলা বালিকা দল এবং মাদারীপুর সদর উপজেলা বালক দলকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে মাদারীপুর পৌরসভা বালক দল। খেলা শেষে বিজয়ীদের মধ্যে নগদ অর্থ ও পুরস্কার বিতরণ করা হয়।
রাকিব হাসান/এসএম