খুলনায় জুট মিলে আগুন

খুলনা এশিয়া জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২১ অক্টোবর) রুপসা উপজেলার আলাইপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে জুট মিলের উত্তরপূর্ব কোন থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দেড়ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার ঢাকা পোস্টকে বলেন, দুপুরে ভিশন এশিয়া নামে একটি জুট মিলে আগুন লাগে। খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের ৭ ইউনিট ঘটনাস্থলে যায়। তবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। বর্তমানে ড্যাম্পিং ডাউনের কাজ চলছে।
মোহাম্মদ মিলন/এএএ