খুলনায় মাছের ঘের থেকে একজনের মরদেহ উদ্ধার

খুলনায় মাছের ঘের থেকে আবুল কালাম আজাদ (৫৫) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২২ অক্টোবর) বিকেল ৫টার দিকে আড়ংঘাটা থানাধীন বাইপাস সড়কের পাশে মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেছে। নিহত আবুল কালাম আজাদ তেলিগাতী মধ্যপাড়ার শেখ গহর আলীর ছেলে।
নিহত আবুল কালাম আজাদের ছোট ভাই আজিজুর জানান, রোববার সকাল ৯টায় কালাম বাসা থেকে বাইপাসের মাছের ঘেরের উদ্দেশ্যে বের হয়। দুপুরে বাসায় ভাত খেতে না আসায় বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হয়। পরে বিকেল ৫টার দিকে তেলিগাতী বাইপাসের রাজাপুরের মহসিন মোড়লের মাছের ঘেরে তার পরনের লুঙ্গি এবং গামছা দেখতে পায়। এরপর ঘেরের মধ্য থেকে কালামের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
আড়ংঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তেলিগাতী বাইপাসের মাছের ঘের থেকে আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তির গলাকাটা একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় ধারালো অস্ত্র দিয়ে তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘের সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মোহাম্মদ মিলন/এএএ