ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল নারীর, হাসপাতালে নতুন ভর্তি ১৯৯

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আলেয়া বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৯ জন। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১০৩ জন।
আলেয়া বেগম ফরিদপুর সদর উপজেলার গোয়ালকান্দি এলাকার শহিদুল ইসলামের স্ত্রী।
ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৯৯ জন ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৪০ জন। জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ৩২৮ জন। এর মধ্যে ১৮ হাজার ৫৮৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরের ডেঙ্গু পরিস্থিতি খারাপ অবস্থায় রয়েছে গত দেড়-দুই মাস ধরে। ইতোমধ্যে মৃত্যু ১০০ ছাড়িয়ে গেছে। সবাই সচেতন না হলে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হবে না।
জহির হোসেন/এএএ