২৮ অক্টোবর বিএনপির অন্তিমযাত্রা নিশ্চিত করবো : সাদ্দাম

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, আগামী ২৮ অক্টোবর বিএনপি নাকি মহাযাত্রা শুরু করতে যাচ্ছে। আমরা ছাত্রলীগের পক্ষ থেকে ঘোষণা দিতে চাই সন্ত্রাস, দুর্নীতিবাজ, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপি-জামায়াতের মহাযাত্রা নয়, তাদের অন্তিমযাত্রা-মহাপ্রস্থান বাংলার মাটিতে নিশ্চিত করবো। তাদের চূড়ান্ত পরাজয় নিশ্চিত করে গণতন্ত্র ও সংবিধানকে অক্ষুণ্ন রাখতে ছাত্রলীগ দায়িত্ব পালন করবে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে মহানগর ছাত্রলীগের নতুন কমিটি গঠন নিয়ে কর্মীসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগামী নির্বাচনে শেখ হাসিনার পক্ষে ব্যালট বিপ্লব করতে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে জানিয়ে সাদ্দাম হোসেন বলেন, ২৮ অক্টোবর বিএনপি-জামায়াত দেশের গণতন্ত্র নিয়ে নতুন করে ছিনিমিনি খেলতে চায়। তাদের (বিএনপি-জামায়াত) কাছে গণভবনের চেয়ে হাওয়া ভবন গুরুত্বপূর্ণ। তাদের কাছে দেশের মানুষের চেয়ে লাশ গুরুত্বপূর্ণ। তাদের কাছে ব্যালটের চেয়ে গুলি গুরুত্বপূর্ণ। তাদের কাছে দেশের সংবিধানের চেয়ে বিদেশি প্রেসক্রিপশন গুরুত্বপূর্ণ। তাদের কাছে মানুষের ভোটাধিকারের চেয়ে বিদেশি সমর্থন গুরুত্বপূর্ণ। বিএনপি এ দেশের লাখো শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করেছে। এই অপশক্তির চূড়ান্ত পরাজয় নিশ্চিত করতে হবে।
এ সময় তিনি ২৮ অক্টোবর প্রতিটি জেলা, মহানগর, ওয়ার্ড, বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের রাজপথ দখলে নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) সুজিত রায় নন্দী বলেন, বিএনপি আজ কথায় কথায় হুমকি দেয়, আন্দোলনের ধমক দেয়। আমরা তাদের হুমকিতে ভয় পাই না। আমরা জাতির জনকের যোগ্য উত্তরসূরী, আমরা শেখ হাসিনার যোগ্য কর্মী। তাদের সহিংসতার আন্দোলনকে শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে মোকাবিলা করবো। বিএনপি-জামায়াত মানুষ পুড়িয়ে মেরেছে। ওই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।
কর্মীসভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল আলীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মুন, সহ-সম্পাদক মোনালিসা, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক তানিম আহসান চপল প্রমুখ।
কর্মীসভায় রংপুর মহানগরীর ৩৩টি ওয়ার্ড এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ছাত্রলীগের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ২০ জুলাই শফিউর রহমান স্বাধীনকে সভাপতি ও শেখ আসিফ হোসেনকে সাধারণ সম্পাদক করে রংপুর মহানগর ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়। এরপর ২০১৬ সালের ৩০ মে ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সাত বছর পর এই মেয়াদোত্তীর্ণ কমিটি এ বছরের ৪ জুলাই বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
ফরহাদুজ্জামান ফারুক/আরএআর