অতিরিক্ত মদপানে কলেজছাত্রের মৃত্যু

নাটোরে দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের দিন অতিরিক্ত মদপান করে অসুস্থ হওয়া কলেজছাত্র রুদ্র গোস্বামী (১৭) মারা গেছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রুদ্র গোস্বামী সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের লোচনগড় গ্রামের রঘুনাথ গোস্বামীর ছেলে। সে দিঘাপতীয়া এম কে কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
তেবাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহাবুদ্দিন বিষয়টি ঢাকায় পোস্টকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত মঙ্গলবার (২৪ অক্টোবর) দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের দিনে বন্ধুদের সঙ্গে অতিরিক্ত মদপান করে মাঝরাতে অসুস্থ হয়ে পরে রুদ্র গোস্বামী। পরদিন তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে আজ সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ছাতনী মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, নিহতের ময়নাতদন্ত শেষে এ ব্যাপারে নাটোর সদর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
গোলাম রাব্বানী/আরএআর