সমাবেশ শেষে ফিরছিলেন বগুড়া, সিরাজগঞ্জেই ৫ নেতার হাতে হ্যান্ডকাফ

রাজধানীর মহাসমাবেশ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীনসহ পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত সোয়া ১০টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকা থেকে একটি মাইক্রোবাসসহ তাদের আটক করা হয়। বাকি চার নেতাকর্মীর পরিচয় এখনও জানা যায়নি।
এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফ মণ্ডল। তিনি বলেন, ঢাকা থেকে আসার পথে বগুড়া বিএনপির পাঁচ নেতাকর্মীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তারা সিরাজগঞ্জ সদর থানায় আছেন।
বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান বলেন, যমুনা সেতু পার হওয়ার পরে সিরাজগঞ্জ শহর এলাকা থেকে এম আর ইসলাম স্বাধীনসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এছাড়া বগুড়া জেলাজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশির নামে পুলিশ হয়রানি করছে।
আসাফ উদ দৌলা নিওন/এমজে