সিলেটে সাংবাদিকের মোটরসাইকেল ভাঙচুর

সিলেটে খবরের কাগজের ফটোসংবাদিক মামুন হোসেনের মোটরসাইকেল ভাঙচুর করেছে বিএনপির নেতাকর্মীরা। রোববার (২৯ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে নগরীর হযরত শাহজালাল মাজার গেটের প্রধান ফটক সংলগ্ন হোটেল নুরজাহানের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকাল থেকে সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় বিএনপি নেতাকর্মীদের হরতাল সমর্থনে বের করা মিছিলে বাধা দেয় পুলিশ। এ সময় কয়েকটি জায়গায় বিএনপি ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবরের কাগজের ফটোসাংবাদিক মামুন দরগামহল্লা এলাকায় তার ব্যবহৃত মোটরসাইকেলটি রাস্তার এক পাশে রেখে ছবি তুলতে যান। এ সময় হরতাল সমর্থকারীরা তার মোটরসাইকেলটি ভাঙচুর করে পালিয়ে যায়।
ভুক্তভোগী সাংবাদিক মামুন হোসেন বলেন, হরতালের শুরুতে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে লাইভ সম্প্রচার করে আমি জিন্দাবাজারে অবস্থান করছিলাম। পরে বিএনপি দরগামহল্লায় পিকেটিং করছে শুনে ছবি তোলার জন্য এদিকে আসি। আমার মোটরসাইকেলের সামনে ‘প্রেস’ লেখা থাকা সত্ত্বেও বিএনপির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে আমার মোটরসাইকেলটি ভাঙচুর করে। পরে জানতে পারি মোটরসাইকেল ভাঙচুরকারীরা সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতা সিদ্দিকীর অনুসারী।
এ ব্যাপারে বিএনপির নেতা মিফতা সিদ্দিকী বলেন, ঘটনাটি দুঃখজনক। এ ঘটনার কিছুক্ষণ আগে পুলিশ বিএনপির একটি মিছিলে ধাওয়া করে। এর পরপরই খবর আসে বিএনপির কেন্দ্রীয় মহাসচিব আটক হয়েছেন। এই দুই ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীদের উত্তেজনা থেকে হয়তো ঘটনাটি ঘটেছে। আমরা বিষয়টি দেখব।
মাসুদ আহমদ রনি/আরকে