ঢাকা থেকে বাড়ি ফেরার পথে ভাঙ্গায় বিএনপির ৩৭ নেতাকর্মী আটক

ঢাকা থেকে দুটি বাসে করে বাড়ি ফিরছিলেন ৩৭ জন। রোববার (২৯ অক্টোবর) সকালে ফরিদপুরের ভাঙ্গায় তাদের বাস দুটি থামায় পুলিশ। তল্লাশির এক পর্যায়ে সবাইকে আটক করে পুলিশ। তাদের বাড়ি সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ ও যশোরের বিভিন্ন এলাকায়।
ভাঙ্গা পুলিশের দাবি আটক হওয়া ব্যক্তিরা ঢাকায় বিএনপির মহাসমাবেশ থেকে বাড়ি ফিরছিলেন। তারা সবাই বিএনপি ও জামায়াতের নেতা এবং কর্মী।
ভাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম জানান, ভাঙ্গায় দুটি লোকাল বাসে তল্লাশি চালিয়ে জামায়াত-বিএনপির ৩৭ নেতাকর্মীকে আটক করে পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা ফরিদপুরের ভাঙ্গা, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ ও যশোর জেলার জামায়াত ও বিএনপির নেতাকর্মী। তারা ঢাকার মহাসমাবেশ থেকে বাড়ি ফিরছিলেন।
ওসি বলেন, জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন তারা বিএনপি ও জামায়াতের নেতাকর্মী। আটক ৩৭ জনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রোববার বিকেলে আদালতের মাধ্যমে ফরিদপুর জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের সবার বিরুদ্ধে আগের মামলা রয়েছে।
জহির হোসেন/এমএএস