নোয়াখালীতে অবরোধের সমর্থনে বিএনপির মিছিল, গ্রেপ্তার ৩৭

টানা তিন দিনের অবরোধের সমর্থনে নোয়াখালীতে মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (৩০ অক্টোবর) রাতে মাইজদী বাজারে এ কর্মসূচি পালন করা হয়। এদিকে অবরোধে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি- জামায়াতের ৩৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মিছিলে তিন দিনের অবরোধ সফল হোক, সফল হোক, সড়ক পথের অবরোধ, সফল হোক সফল হোক, রেলপথের অবরোধ, সফল হোক সফল হোক, নৌপথের অবরোধ সফল হোক সফল হোক, এক দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগসহ বিভিন্ন স্লোগান দেয় বিএনপির নেতাকর্মীরা।
জানা যায়, চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতি, বিএনপির মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, গ্রেপ্তারসহ অবৈধ হাসিনার পদত্যাগসহ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার এক দফা দাবিতে- ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর অবরোধের সমর্থনে মাইজদী বাজারে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন সোমবার রাত থেকেই মিছিল শুরু করে। খণ্ড খণ্ড মিছিল শহরের মাইজদী বাজারে সমবেত হয়। রাতে পর পরই জড়ো হওয়া এ মিছিল প্রধান সড়কে স্লোগান দিতে দিতে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জেলা পুলিশ সুপার সূত্রে জানা গেছে, অবরোধে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি-জামায়াতের ৩৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, গত ২৪ ঘণ্টায় অবরোধকে কেন্দ্র করে নাশকতা ঠেকাতে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। এসময় বিএনপি জামায়াতের ৩৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে এবং নতুন করে মামলা দায়ের করা হয়েছে।
হাসিব আল আমিন/আরকে