ঈশ্বরদীতে ঝটিকা মিছিল, অগ্নিসংযোগ-ভাঙচুর

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিন আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে পাবনার ঈশ্বরদীতে অবরোধকারীরা ঝটিকা মিছিল, অগ্নিসংযোগ ও কয়েকটি অটোরিকশা ভাঙচুর করেছে।
শহরের রেলগেটে সকাল সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়লে পথচারীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়।
আরও পড়ুন
কয়েকজন প্রত্যক্ষদর্শী ঢাকা পোস্টকে জানান, সকাল আনুমানিক সোয়া ৬টার দিকে ২০ থেকে ২৫ জন যুবক হাতে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রসহ রেলগেট এলাকায় এসে অবরোধের পক্ষে স্লোগান দেয়। এ সময় অবরোধকারীরা রেলগেট ট্র্যাফিক আইল্যান্ডের সঙ্গে সাঁটানো স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসসহ বেশ কয়েকজন নেতার পক্ষে টাঙানো শুভেচ্ছা সম্বলিত কাঠের ব্যানার ও পোস্টার ছিঁড়ে আগুনে পুড়িয়ে দেয় ও রাস্তায় টায়ার জ্বালিয়ে দেয়। খবর পেয়ে টহলে থাকা পুলিশ ভ্যান ছুটে এলে অবরোধকারীরা রেলগেট হয়ে বাজারের দিকে চলে যায়।
একই সময় রেলগেটে পাকশী ও লালপুর সড়কে চলাচলকারী পাঁচটি সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা ভাঙচুর করে অবরোধকারীরা।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার ঢাকা পোস্টকে বলেন, সকালে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
রাকিব হাসনাত/এমজেইউ