গাজীপুরে ঝুটের গুদামে আগুন দিলেন শ্রমিকরা, পুড়ল তিনটি গাড়ি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরের বুটমিল এলাকার লিডা ডাইং লিমিটেডের কারখানার ঝুটের গুদামে আগুন দিয়েছেন বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কারখানাটির ঝুটের গুদামে আগুন দেওয়া হয়।
এ সময় কারখানার ভেতরে পার্কিং করে রাখা দুটি প্রাইভেট কার, একটি মাইক্রোবাস ও বেশ কয়েকটি মোটরসাইকেল আগুনে পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলতরত শ্রমিকরা ভেতরে ঢুকে কারখানার ঝুটের গুদামে আগুন দেন। এতে গুদামে থাকা কারখানার অব্যবহৃত পণ্য, বিভিন্ন ধরনের অকেজো যন্ত্রাংশসহ ঝুটের মালামাল পুড়ে যায়। এ সময় পাকিং জোনে রাখা পাশেই রাখা দুটি প্রাইভেটকার, একটি মাইক্রোবাস ও বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দেন উত্তেজিত শ্রমিকরা।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ্ আল আরেফিন বলেন, বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত শ্রমিকরা সকাল সাড়ে ৯টার দিকে সফিপুরের বুটমিল এলাকার লিডা ডাইং লিমিটেডের কারখানার ঝুটের গুদাম ও পার্কিং জোনে দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়িতে আগুন দেয়। আগুনে কারখানার ঝুট গুদামের মালামাল পুড়ে যায় এবং পার্কিং জোনের গাড়িগুলো পুরোই ভস্মীভূত হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শিহাব খান/আরএআর