অবরোধে সিলেটে হরতাল, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

টানা তিনদিনের অবরোধের মধ্যেই সিলেটে শুরু হয়েছে যুবদলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। পুলিশের ধাওয়ায় এক কর্মী নিহতের জেরে বুধবার (১ নভেম্বর) হরতাল ডাকে যুবদল। আজকের হরতাল কর্মসূচির সমর্থনে গতকাল নগরের জিন্দাবাজার এলাকায় মিছিলও করে তারা।
সরেজমিনে বন্দরবাজার, জিন্দাবাজার ও চৌহাট্টা, হুমায়ুন রশিদ চত্বর ও চন্ডিপুল, দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার, রশিদপুর, নাজিরবাজার, বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এই রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপি-জামায়াত ও যুবদল নেতাকর্মীদের রাস্তায় দেখা যায়নি।
সকাল থেকে সিলেট ছেড়ে দূরপাল্লার বাস না গেলেও সিএনজি অটোরিকশা, প্রাইভেটকার ও মাইক্রোবাস চলাচল করতে দেখা গেছে।
বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচিতে নাশকতা ঠেকাতে মাঠে নেমেছে র্যাপিড অ্যকশন ব্যাটেলিয়ন (র্যাব-৯), বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি), পুলিশ, সিআরটিসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ ঢাকা পোস্টকে জানান, সকাল থেকে সিলেটের কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। সার্বিক আইনশৃঙখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
মাসুদ আহমদ রনি/আরকে