ফরিদপুরে ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলায় এক দিনে এত সংখ্যক মৃত্যুর ঘটনা এই প্রথম। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১১৬ জনে।
ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরমাঝিগাতি এলাকার বাবুল শেখের ছেলে খোকন শেখ (১৮), কাশিয়ানী উপজেলার ব্যাসপুর এলাকার ফরিদের ছেলে বকুল (৩৫), ঝিনাইদহ সদর উপজেলার কালিচরনপুর এলাকার সন্তোষের ছেলে লক্ষণ (৪২), রাজবাড়ী সদর উপজেলার সাতরশি এলাকার বাচ্চুর স্ত্রী হালিমা (৪৩) ও ফরিদপুরের মধুখালী উপজেলার আবু তালেব শেখের স্ত্রী জরিনা বেগম (৬০)।
ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৯৯ জন ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৮৫ জন। চলতি বছরের জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজার ৯৭০ জন। এর মধ্যে ২০ হাজার ৩৬৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরের ডেঙ্গু পরিস্থিতি গত দুই-আড়াই মাস ধরেই খারাপ অবস্থার মধ্যে রয়েছে। কিন্তু এক দিনে ফরিদপুরে এত সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা কমেছে।
জহির হোসেন/এমজেইউ