অবরোধ প্রতিরোধে ঢাকা-সিলেট মহাসড়কে আ.লীগের অবস্থান

কিশোরগঞ্জের ভৈরবে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ ও পৌর-উপজেলা বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড় এলাকায় অবস্থান করছেন উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
রোববার (৫ নভেম্বর) ভোর সকাল থেকেই দুর্জয় মোড় এলাকায় লাঠি হাতে অবরোধের প্রতিরোধে সড়কে অবস্থান করছেন তারা।
তাছাড়া সকাল থেকে ভৈরবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। এখনো বিএনপির নেতাকর্মীদের হরতাল অবরোধ সমর্থনে কোথাও কোনো মিছিল বা তাদের উপস্থিতি দেখা যায়নি। অন্যদিকে পুলিশ, বিজিবি শহরের বিভিন্ন সড়কে অবস্থান করছে এবং সড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তা লক্ষ্য করা গেছে।
ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু বলেন, বিএনপি ডাকা কর্মসূচি জনগণ প্রত্যাখ্যান করেছে। তারা ভিডিও বার্তায় ঘোষণা দিয়ে আর কোনো খোঁজখবর নাই। ভৈরবের সকাল থেকেই স্বাভাবিকভাবেই গাড়ি চলাচল করছে। আমরা ভৈরব আওয়ামী লীগের শত শত কর্মীরা দুর্জয় মোড় অবস্থান করছি। জনগণের জানমালের নিরাপত্তায় আমরা সন্ধ্যা পর্যন্ত থাকব।
মোহাম্মদ এনামুল হক হৃদয়/আরকে