জামানত হারালেন লাঙল-গোলাপ-আমের প্রার্থী

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের শূন্যপদে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে লাঙল-গোলাপ ফুল ও আম প্রতীকের প্রার্থী জামানত হারিয়েছেন। সোমবার (৬ নভেম্বর) দুপুরে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, রোববার (৫ নভেম্বর) উপনির্বাচনে একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নের ১১৫টি কেন্দ্রে ১ লাখ ২৮ হাজার ৬১২ জন ভোট পড়ে। এটি মোট ভোটারের ৩১.৮৫ শতাংশ। এর মধ্যে নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু ১ লাখ ২০ হাজার ৫৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির (লাঙল) মোহাম্মদ রাকিব হোসেন ৩ হাজার ৮৪৬, জাকের পার্টির (গোলাপ ফুল) সামছুল করিম খোকন ২ হাজার ১২৬ ও ন্যাশনাল পিপলস পার্টির (আম) সেলিম মাহমুদ ৫১৩ ভোট পেয়েছেন। নৌকার প্রার্থী লাঙলের চেয়ে প্রায় ৩১ গুণ বেশি ভোট পেয়েছেন। এছাড়া গোলাপের চেয়ে প্রায় ৫৬ গুণ ও আম প্রতীকের চেয়ে প্রায় ২৩৫ গুণ বেশি ভোট পেয়েছে নৌকা।
লাঙলের প্রার্থী জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব হোসেন ঢাকা পোস্টকে বলেন, ক্ষমতাসীনরা কেন্দ্রে প্রভাব খাটিয়ে জাল ভোট দিয়েছেন। এটা প্রহসনের ভোট ছিল। নৌকায় সীল মারার ভিডিওটি তার বড় প্রমাণ। জালভোটসহ বিভিন্ন অভিযোগে আমি নির্বাচন চলাকালীন সময়েই ভোট বর্জন করেছি। ছাত্রলীগ নেতার নৌকায় সীল মারার ভিডিও নিয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, নির্বাচনী নীতিমালা অনুযায়ী মোট ভোটের ৮ ভাগের এক ভাগের কম পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি, জাকের পার্টি ও ন্যাশনাল পিপল পার্টি এক ভাগ ভোট পাননি। এতে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
হাসান মাহমুদ শাকিল/এমজেইউ