মেহেরপুরে বিএনপির সাবেক এমপি গ্রেপ্তার

মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য (এমপি) আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে গাংনী উপজেলার পোড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, নাশকতা মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আটকের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আমজাদ হোসেন মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
আকতারুজ্জামান/আরএআর