বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত কণ্ঠশিল্পী নাদিরা

জয়পুরহাটে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে ভাওয়াইয়া, পল্লীগীতি, লোকগীতির স্বনামধন্য কণ্ঠশিল্পী বীর মুক্তিযোদ্ধা নাদিরা বেগমকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তার দাফন সম্পন্ন করা হয়।
এর আগে দুপুর ২টায় জেলা শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া শেষে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৩টায় নিজ গ্রাম সদরের জামালপুর দাদরা জন্তিগ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় সাংস্কৃতিক-রাজনৈতিক ব্যক্তি, প্রশাসনের কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
হার্টের অসুস্থতায় গত তিন সপ্তাহ ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে একই হাসপাতালের আইসিউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৭৩ বছর।
প্রসঙ্গত, ‘কল কল ছল ছল নদী করে টলমল...’ ছাড়াও আরও অনেক বিখ্যাত গানের গীতিকার ও সুরকার এ কে এম আবদুল আজিজের সুযোগ্য কন্যা নাদিরা বেগম। ১৯৬০ সালে রেডিওতে সংগীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। তিনি ভাওয়াইয়া বিষয়ক সংগঠন বাংলাদেশ ভাওয়াইয়া পরিষদের উপদেষ্টা, ভাওয়াইয়া একাডেমির চেয়ারম্যান ও ভাওয়াইয়া সংসদের চেয়ারম্যান ছিলেন।
নাদিরা বেগমের জন্ম ও বেড়ে ওঠা জয়পুরহাটে। ৯ ভাইবোনের মধ্যে নাদিরা ছিলেন সবার বড়। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
চম্পক কুমার/এমএএস